Logo

আন্তর্জাতিক    >>   মহান বিজয় দিবসে কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী স্বরণে সংগীত শিল্পী ফাহমিদা নবী ‘র একক সংগীত পরিবেশনা

মহান বিজয় দিবসে কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী স্বরণে সংগীত শিল্পী ফাহমিদা নবী ‘র একক সংগীত পরিবেশনা

মহান বিজয় দিবসে কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী স্বরণে সংগীত শিল্পী ফাহমিদা নবী ‘র একক সংগীত পরিবেশনা

গতকাল ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বিজয় দিবস উপলক্ষ্যে ও কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী স্বর্রণে নিউইয়র্কের কুইন্স প্যালেসে সাংস্কৃতিক ব‍্যাক্তিত্ব ও সংগঠক সুমনার আয়োজনে বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ফাহমিদা নবীর একক সন্ধ্যা বিপুল সংখ্যক শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। 

সাংস্কৃতিক ব‍্যাক্তিত্ব শারমিনা সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপাবলিকান নেতা ও বাংলাদেশী আমেরিকান রিপাবকাবলিকান এলায়েন্স ইউ এস এ এর সভাপতি নাসির খান পল , নিউইর্য়ক ষ্টেট  কুইন্সের ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, মোশারফ হোসেন মিয়া, ডক্টর আকাশ ফেরদৌস, ইসতিয়াক রুমি, মোহাম্মদ চৌধুরি এনাম,আরিফ খান, গৌরাঙ্গ রায়, মিজান বাশার, প্রমুখ । বক্তব্য শেষে সংগীতশিল্পী চন্দ্রা রায় , শামীম সিদ্দিকী, কাজল,গান পরিবেশন করেন।

এরপর বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ফাহমিদা নবীর একক সন্ধ্যা  বিপুল সংখ্যক শ্রোতাদের উপস্থিতিতে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে অনুষ্ঠানের আয়োজক সুমনা উপস্থিত সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।